বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট ছিল। সেখানের বেশ কয়েকটি বুথে অশান্তির সৃষ্টি হয় । এদিকে বয়ালে যে গন্ডগোল এবং ছাপ্পা ভোট চলছে এই নিয়ে তৃণমূল সুপ্রিম ওই ভোটার দিন নির্বাচন কমিশনকে একটি চিঠি লেখনে। এরপর আজ মমতার লেখা চিঠিইর পাল্টা জবাব দিল কমিশন। এদিন পাল্টা চিঠি দিয়ে মমতা বন্ধোপাধ্যা কে যেন হয়েছে তার সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।যার কারণ বয়ালের ২ ও ৭ নং বুথ নিয়ে যেসব তথ্য চিঠিতে লেখা আছে.তা তথ্যগত ভুল। এর কোননা সত্যতা নেই। যদিও ১ এপ্রিল নন্দীগ্রাম সহ রাজ্যের ৩০ টি আসনে ভোট হয়। তবে নন্দীগ্রামে ছিল হাইভোল্টেজ দিন।
সেখানে সকাল থেকেই বিভিন্ন বুথে গণ্ডগোল চলছিল বলে খবর । নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসব খবর পৌঁছেছিল। তিনি দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে বয়াল ২’এর ৭ নং বুথে গিয়ে পরিস্থিতি দেখেন। তিনি যাওয়ার পরও সেখানে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষও হয়। অশান্তির আঁচ বাড়তে থাকায় সেখানে বসেই নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, এই বুথে ৮০ শতাংশ ছাপ্পা ভোট চলছে। এ নিয়ে কমিশন যেন ব্যবস্থা নেয়. এরপর নির্বাচন কমিশন সেখানকার পরিস্থিতি দেখতে পর্যবেক্ষক পাঠান। পর্যবেক্ষকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেখানে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কোনোরকম সমস্যা হয়নি।ছাপ্পা ভোট পড়েনি। এরপরই কমিশন সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়ে মমতা বন্ধোপাধ্যকে সরাসরি চিঠি লেখেন। যদিও দ্বিতীয় দফার নির্বাচনে বয়ালের ছাপ্পা ভোট নিয়ে যে তথ্যে ভুল মমতার বুঝিয়ে দিলেন কমিশন।
e
Thank You for your important feedback