চতুর্থ পর্বের ভোটের আগে আজই শেষ হচ্ছে প্রচার | ৫
টি জেলায় ভোট, দক্ষিণ ২৪ পরগনার শেষ পর্ব, হগলির শেষ পর্ব, হাওড়া,
কোচবিহার এবং আলিপুরদুয়ার | এই পাঁচ জেলার সংস্কৃতি আলাদা | নজরে থাকবে
কোচবিহার। ২০১১ তে এই জেলা তৃণমূলকে উত্তরবঙ্গে জমি তৈরি করতে সাহায্য
করেছিল কিন্তু গত লোকসভায় নির্মম পরাজয় হয়েছিল কোচবিহারে। আলিপুরদুয়ার এক
সময়ে বামেদের শক্ত ঘাঁটি ছিল সেটাই দখল করেছে বিজেপি | যদিও বিমল গুরুঙ্গের
একটা ভূমিকা থাকবে এবং সেই দিকে তাকিয়ে তৃণমূল |
দক্ষিণবঙ্গে হগলির
প্রথম পর্বের ভোট হয়ে গিয়েছে এবারে নজরে দ্বিতীয় পর্ব | এই অঞ্চলে তৃণমূল
লোকসভার নিরিখে এগিয়ে আছে, দেখার বিষয় এবারে কি হয় | হাওড়া চিরকাল তৃণমূলের
সাথে ছিল বিশেষ করে শহর হাওড়া | এখানে তৃণমূলের নজরে থাকবে তাঁদের দুই
নেতা বিশেষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় | রাজীব জিততে মরিয়া এবং প্রবল প্রচার
করেছেন কিন্তু গলার কাঁটা ওই সংখ্যালঘু ভোট | দক্ষিণ ২৪ পরগনা কিন্তু
দীর্ঘদিনের তৃণমূল ঘাঁটি কিন্তু এবারে কি হয় তাই দেখার |
চতুর্থ পর্বের ভোট নজর
0
April 08, 2021
Tags
Thank You for your important feedback