পয়লা বৈশাখে ওমকে পঞ্চপদ রেঁধে খাওয়াবে মিমি
0
April 13, 2021
বাঙালি মানেই ভোজনরসিক। সামনেই পয়লা বৈশাখ। টলিউডের তারকা ওম ও মিমির এবছরে বিয়ের প্রথম পয়লা বৈশাখ। আর তার আগেই চলছে খাওয়া-দাওয়ার জোড়দার পরিকল্পনা। তাই প্রথমবার নববর্ষে মিমি অনেক কিছু রাঁন্না করার পরিকল্পনা করেছে। যদিও তার কথায় অভিনেতা ওম বাঙালি খাবার খেতেও খুবই পছন্দ করে । সেই কথা মাথায় রেখেই পয়লা বৈশাখে খাবারের তালিকায় থাকবে এঁচোড় চিংড়ি, চিংড়ি দিয়ে লাউয়ের ছেচকি , কষা মাংসের ঝোল। আর এই সমস্ত পদ যে মিমি একাই করবে তা নিজেই জানালো। তার ইচ্ছে ওমকে পঞ্চপদ রান্না করে খাওয়াবে। পয়লা বৈশাখ মানে খাওয়া-দাওয়া আর নতুন জামা-কাপড় কেনাকাটা এই রীতি আছেই। এদিকে ওমের ইচ্ছে অনেকদিনের বাঙালি বৌ কে বিয়ে করা। আর তার সাথে বাঙালি খাবার খাওয়ার ইচ্ছে বহুদিনের।তাই ওমের স্বপ্ন পূরণ করতে পয়লা বৈশাখের দিন থাকবে পঞ্চব্যঞ্জন পদ। পয়লা বৈশাখে ওমকে পঞ্চপদ রেঁধে খাওয়াবে মিমি
Tags
Thank You for your important feedback