শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকার বাঁশবেড়িয়ার কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। একটি ছোট মালবাহী গাড়িতে চেপে বেশ কয়েকজন যাচ্ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এদিন দুপুরে সবং যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাইল ফলকে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ি উল্টে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। তাঁদের স্থানীয়রাই উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে নারায়নগড় থানার পুলিশ। জানা গিয়েছে, ১২ জনের দলটি আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নারায়ণগড়ের পাকুড়সেনী এলাকায়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে ওই বিয়ের অনুষ্ঠানে।
নারায়ণগড়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত ৪
0
April 03, 2021
Tags
Thank You for your important feedback