লাফিয়ে বাড়ছে করেনা, আতঙ্কে জনতা



 

 দ্বিতীয়বারের জন্য দেশে ফের করোনা বাড়ছে। এদিকে দোলাচলে সরকার। তবে কি  আরো একবার লকডাউনের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার? ইতিমধ্যে কেন্দ্রীয় শীর্ষ স্বরাষ্ট্রমন্ত্রক  স্তর থেকে জানানো হচ্ছে এখনই কোনো লকডাউনের কথা ভাবা হচ্ছেনা।তবে গতবছরের মত লকডাউনের পথে না হেটে  বরং ভ্যাকসিন আসায়  তা নিয়ে সংক্রমণ কে মোকাবিলা করার কথা ভাবছেন সরকার,এদিকে স্বাস্থ্য কাঠামোকে উন্নত করতেও তৎপর সরকার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার করোনা  সংক্রান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করবেন। এখনো পর্যন্ত ১১ টি রাজ্যে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরী হচ্ছে। সেই সমস্ত মোকাবিলা করতে তৎপর সরকার। অন্যদিকে সি এন চ্যানেলেকে  দেওয়া একটি  সাক্ষাতে  চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানালেন ,'আরো এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হচ্ছে। এদিকে নির্বাচন শুরু হয়েছে।  যার ফলে বিষয়টি একদিকে প্রশাসন অন্যদিকে নির্বাচন কমিশনকে নজরে রাখতে হবে.নাহলে এই করোনা পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেবে।' এদিকে অর্থনীতি যেভাবে পরে গেছে গতবছর থেকে।সেখানে এবছর চাঙ্গা করতে সরকার চায়না আর নতুনভাবে লকডাউন করতে। কিন্তু দিনে দিনে যেভাবে বেড়ে চলছে সংক্রমণ তাতে দুশ্চিন্তার মধ্যে পরে যাচ্ছে গোটা দেশ।  কিন্তু ও এতো কিছুর পর ও সাধারণ মানুষের প্রশ্ন সরকারের কি হুশ  ফিরছেনা ।এদিকে ভোট শুরু হওয়াতে যদি সরকার এই বিষয়টি গুরুত্বভাবে না নেই তাহলে ভয়ঙ্কর পরিস্তিতি হতে পারে। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ। এদিকে ভ্যাকসিন এলেও তা কতটা ফল  প্রসূ হচ্ছে কিনা আদৌ সেটাও দেখার বিষয় জানালেন  বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post