শনিবার থেকে 'কোউইন' অ্যাপ, ১৮ বছরের ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন

 


 শনিবার অর্থাৎ ২৪ এপ্রিল থেকেই ১৮ বছরের উর্ধ্বে করোনা টিকা নেওয়ার  জন্য আবেদন করা যাবে। ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে এই নাম নথিভুক্ত করা যাবে বলেই জানানো হয়েছে। এদিকে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল ১৮ বছরের উর্ধ্বে সকলেই টিকা  দিতে পারবেন। যদিও টিকাকরণ শুরুতেই প্রথম দফাতে স্বাস্থ্যকর্মী ও প্রথমসারির যোদ্ধারা  টিকা পেয়েছিল। এরপর ৪৫ বছরের বেশি বয়সীরা টিকা পায় । আগামী ১ মে থেকে তৃতীয় দফায় ১৮ বছরের উর্ধ্বে হলেই নিতে পারবে টিকা। খোলা বাজারে এই টিকা পাওয়া যাবে। এছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা দেওয়া যাবে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে নিজের খরচেই দিতে হবে টিকা। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। দেশে টিকা আসতেই বহু মানুষ টিকা নিচ্ছে। ধাপে ধাপে টিকাকরণ চলছিল। এবার করোনা টিকার আওতায় এল ১৮ বছরের উর্ধ্বে সকলেই।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.