৫ মে থেকে রাজ্যে সকলকে বিনামূল্যে টিকা, ঘোষণা মমতার


 আগামী ৫ মে রাজ্যে বিনামূল্যে সার্বিক  টিকাকরণের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ও ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে. এরপর বিনামূল্যে রাজ্যে টিকা দেওয়ার  কথা জানালেন তিনি। ১৮ বছরের বেশি যারা টিকা  নিতে চায় , সার্বিক বিনামূল্যে এই টিকা পাবে। আজ দক্ষিণ  দিনাজপুরে তপনে  মুখ্যমন্ত্রীর  নির্বাচনী জনসভা ছিল সেখান থেকেই তিনি এই ঘোষণা করেন।


এদিকে কেন্দ্রের সরকার টিকার ভিন্ন ভিন্ন দামের কথা জানছে। এই নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তপনে মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমাদের কিছু দেয় না। আবার করোনা  শুরু হয়েছে। আগের বার কত টাকা খরচ হয়েছে। কত মানুষ মারা গিয়েছেন। আমরা সামলে নিয়েছিলাম। এ বছর কোভিড হওয়ারই কথা ছিল না। ছ’মাস আগে প্রতিষেধক দিয়ে দিলেই করোনা  হতো না।’’ সংক্রমণ বাড়তেই রাজ্যে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.