চ্যাম্পিয়ন্স লিগঃ জিতেও ছিটকে গেল বায়ার্ন, হেরেও শেষ চারে চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মঙ্গলবার রাতে দুটি খেলা ছিল।  একদল জিতেও ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে অন্য ম্যাচে হেরেও একদল চলে গেল সেমি ফাইনালে। প্রথম ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখী হয়েছিল ফ্রান্সের প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। প্রথম পর্বের খেলায় পিএসজি ৩-২ গোলে জিতেছিল অ্যাওয়ে ম্যাচে। ফলে এদিন বাইরের মাঠে যথেষ্ট চাপ নিয়ে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন। কারণ তাঁদের সেমি ফাইনালে উঠতে হলে পরিস্কার ২-০ গোলে জিততে হত। এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপালেও রবার্ট লেওনডস্কিহীন বায়ার্ন এক গোলের বেশি করতে পারল না। ফলে ম্যাচ জিতেও অ্যাওয়ে গোলের জন্য গতবারের চ্যাম্পিয়নরা ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ৪০ মিনিটে এরিক ম্যাক্সিমের গোলে এগিয়েও যায় বায়ার্ন। তবে ম্যাচের বাকি সময় শত চেষ্টা করেও আরও এক গোল করতে পারেনি জার্মান ক্লাব। তবে এদিনের ম্যাচে কপাল খারাপ ছিল পিএসজি-র ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার ডি সিলভার। তাঁর দুটি শট বার পোস্টে লেগে ফেরে। না হলে আরও বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত বায়ার্নকে। 


অপরদিকে অন্যম্যাচে মুখোমুখী হয়েছিল পর্তুগালের ক্লাব এফসি পোর্তো-র মুখোমুখী হয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। প্রথম পর্বে চেলসি ২-০ গোলে জিতে অনেকটাই এগিয়ে ছিল এদিনের ম্যাচে। কিন্তু এদিন পোর্তো-র কাছে হেরেই গেল চেলসি। পোর্তোর হয়ে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে (৯০+৩) গোল করলেন মেহদি টেরেমি। তবে এদিন হারলেও এগ্রিগেটে ২-১ গোলে এগিয়ে থাকার জন্য সেমি ফাইনালে চলে গেল তাঁরা। বুধবার রাতে মাঠে নামছে জিদানের রিয়েল মাদ্রিদ।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.