হাওড়া শাখায় কমছে যাত্রীসংখ্যা, বাতিল হল ১৬ প্যাসেঞ্জার ট্রেন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে আতঙ্ক। যার প্রভাব পড়ছে ট্রেন চলাচলেও। হাওড়া ও শিয়ালদা শাখায় রোজই বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের বহু কর্মী করোনা আক্রান্ত। বিশেষ করে ট্রেন চালানোর জন্য যাদের ওপর কার্যত নির্ভরশীল হতে হয় সেই গার্ড ও লোকো পাইলটদের করোনা হওয়ার পর ট্রেন চালাতে সমস্যায় পড়ছে রেল কর্তৃপক্ষ। ফলে রোজই নিয়ম করে লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছে। এবার কোপ পড়ল প্যাসেঞ্জার ট্রেনের ওপরও। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, হাওড়া স্টেশনের যাত্রী সংখ্যা কমায় ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি গার্ড ও চালকের অভাবেও বাতিল হচ্ছে ট্রেন। হাওড়া শাখায় ৩০ জনের বেশি গার্ড ও চালক করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে। পূর্ব রেল সূত্রে খবর, এই মুহূর্তে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে প্রায় ২০০ জন রেলকর্মী আক্রান্ত হয়েছেন। এর জেরে হাওড়া মেন লাইন এবং কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি হাওড়া শাখায় ১৬টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। 

বাতিল হল যে ট্রেনগুলি...


আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার
রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার
রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার
আজিমগঞ্জ-নলহাটি প্যাসেঞ্জার
নলহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার
আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার
কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার
বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার
বর্ধমান-কাটোয়া প্যাসেঞ্জার
কাটোয়া-বর্ধমান প্যাসেঞ্জার
ব্যান্ডেল-বর্ধমান প্যাসেঞ্জার
বর্ধমান-ব্যান্ডেল প্যাসেঞ্জার


হাওড়ার সিনিয়র স্টেশন ম্যানেজার জানিয়েছেন, টিকিট বিক্রি প্রায় ২৫-৩০ শতাংশ কমে গিয়েছে। গতবছর কোভিড পরিস্থিতির পরে নতুন করে ট্রেন পরিষেবা চালু হওয়ার পরে ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ছিল। কিন্তু ঠিক তখনই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ল দেশজুড়ে। কিছুদিন আগে পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখের কাছে টিকিট বিক্রির অঙ্ক পৌঁছে গিয়েছিল। এবারে আবার কমছে হাওড়া স্টেশনে যাত্রীর সংখ্যা। যদিও তিনি দাবি করেন কোভিডের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে দূরপাল্লার ট্রেন সহ লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে প্যাসেঞ্জারের অভাবে হাওড়া স্টেশনের বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে ট্যাক্সি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও পাওয়া যাচ্ছে না যাত্রী, দাবি ট্যাক্সি চালকদের। ফলে তাঁদের রোজগারে টান পড়েছে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post