এবার করোনায় আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মঙ্গলবার নিজেই টুইট করে তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরেই সামান্য উপসর্গ ছিল তাঁর। এরপর করোনা পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ এসেছে। টুইটে তিনি আরও অনুরোধ করেছেন, গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন সমস্তরকম সুরক্ষাবিধি মেনে চলেন। উল্লেখ্য, রাহুল গান্ধি গত ১৪ এপ্রিল উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে এসেছিলেন। সেদিন রাজ্যে দুটি জনসভা করে দিল্লি ফিরেই রাহুল জানিয়েছিলেন যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে তিনি আর পশ্চিমবঙ্গে কোনও প্রচার করবেন না। এরপরই পরবর্তী সমস্ত প্রচার কর্মসূচি বাতিল করেন তিনি। এরপর তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন। জানা যাচ্ছে, সামান্য উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
Post a Comment
Thank You for your important feedback