আগের থেকেও আরও শক্তিশালী করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম দফায় যেটা হয়নি, এই বার সেটাই হচ্ছে। দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে দিন দিন। গত সোমবার দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়ে গিয়েছিল। মাঝে মঙ্গলবার লাখের নীচে থাকলেও বুধবার সেটা পৌঁছে গেল ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জনে। এটা ভারতে সর্বকালীন রেকর্ড। দেশে একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই সর্বোচ্চ হার। ফলে ভারতে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সুস্থতার হারকে ছাপিয়ে নতুন সংক্রমণের জন্য দেশে উল্লেখযোগ্যভাবে বাড়ছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৪৭৩ জন। অপরদিকে করোনার দ্বিতীয় ঢেউ দেশে দৈনিক মৃত্যুও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৬৩০ জন করোনা আক্রান্ত। এ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ১৭৭ জনের প্রাণ কেড়েছে মারণ করোনাভাইরাস।
দেশের মধ্যে সবচেয়ে খারাপ হাল মহারাষ্ট্রে। আগের ট্রেন্ড বজায় রেখে শুধুমাত্র এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ২৯৭ জনের। তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা গোটা দেশের অর্ধেক। এছাড়াও কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির পরিস্থিতিরও ক্রমশ অবনতি হচ্ছে। ভোটমুখী পশ্চিমবঙ্গেও অবস্থা খারাপের দিকে। এই রাজ্যেও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। ৬ এপ্রিল জারি করা রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০৫৮ জন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানাতেও দৈনিক আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে।
Post a Comment
Thank You for your important feedback