দিল্লিতে এক সপ্তাহের জন্য ‘লকডাউন’

প্রথমবার করোনা সংক্রমণের থেকেও ভয়াবহ পরিস্থিতি দিল্লিতে। আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। দৈনিক আক্রান্ত ২৫ হাজারে পৌঁছে গিয়েছে একধাক্কায়। এই পরিস্থিতিতে আর ঢিলেঢালা মনোভাব নিতে নারাজ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার। সোমবার রাত থেকেই দিল্লিতে ৬ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার এক বার্তায় তিনি জানান, এই লকডাউন চলাকালীন শুধুমাত্র জরুরী সরকারি অফিস, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। বেসরকারি অফিসগুলিকে বাড়ি থেকেই কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য ৫০ জনের বেশি অনুমতি দেওয়া হবে না। তবে এর জন্যও প্রত্যেককে আলাদা করে পাস নিতে হবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের শৃঙ্খলা ভাঙার জন্যই এই লকডাউনের সিদ্ধান্ত। সোমবারই তিনি দেখা করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে। তাঁর সঙ্গে আলোচনার পরই দিল্লিতে ৬ দিনের লকডাউন জারি করল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। প্রসঙ্গত, রবিবার দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬২ জন। মাত্র ২৪ ঘন্টায় সংক্রমণের হার বেড়েছে ৬ শতাংশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.