রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল করোনায় মৃত্যুর সংখ্যা। ২৭ এপ্রিল জারি করা রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭৩ জনের মৃত্যু হল। পাশাপাশি দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে সাড়ে ১৬ হাজারের সংখ্যা। দৈনিক সংক্রমণে কলকাতা এক নম্বরেই আছে, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা জেলা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘন্টায় যেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬.৪০৩ জন, সুস্থ হয়েছেন ১০,৬৬৪ জন। ফলে বেডের অভাব তীব্র হচ্ছে প্রতিনিয়ত। আর এই উর্ধ্বমুখী করোনাগ্রাফ ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্যবাসীর।
কলকাতায় গত ২৪ ঘন্টায় ৩,৭০৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, খুব একটা পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা জেলাও। এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন। এরপরেই আছে হাওড়া জেলা, এখানে ৯৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় শেষ ২৪ ঘন্টায় ৯১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে রাজ্যে ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে গেল ৫,৬৬৬ জন। করোনায় একদিনেই রাজ্যে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এরমধ্যে কলকাতায় ২৪ জন, উত্তর ২৪ পরগনায় ১৩ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১,০৮২ জন। সুস্থতার হার কমতে থাকায় হাসপাতালগুলিতে বেডের আকাল দেখা দিয়েছে। নতুন করে বেড বাড়ানোর চেষ্টা করে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেফ হোমগুলিকে হাসপাতালে পরিনত করার চেষ্টা করা হচ্ছে।
Thank You for your important feedback