মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল বিয়ের একমাসের মধ্যেই তিনি এই সুখবর দিলেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী। প্রায় ৪ বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেন বৈভব রেখিকে। আর বিয়ের একমাসের মধ্যেই তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর বেবি বাম্পের ছবি। এই মুহূর্তে তাঁরা মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত। সেখান থেকেই ভক্তদের সুখবর দিলেন দিয়া মির্জা। এর আগে লাল বেনারসি, কুন্দনের গয়না, মাথায় টিকলি ও লাল ওড়নায় মোহময়ী রূপে বৈভবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিয়া মির্জা। সেটা ছিল ১৫ ফেব্রুয়ারি, ওই বিয়েতে সবচেয়ে নজরকাড়া দিক ছিল মহিলা পুরোহিতের উপস্থিতি। এবার আরও বড় চমক দিলেন বলিউডের চার্মিং গার্ল দিয়া। দীর্ঘ প্রেমের পর বিয়ে এবং একমাসের মাথায় প্রথম সন্তানের আগমন বার্তা। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখলেন, এটা আর্শিবাদের মতো৷ জীবনের জন্ম৷ যে জীবন নতুন আর এক জীবনের শুরু৷ সব গল্প, ঘুম পাড়ানি গান, নতুন অনুভূতি৷ আর এক আশা৷ আমার গর্ভে এক সব স্বপ্নের জন্ম!
বিয়ের একমাসের মধ্যেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন দিয়া মির্জা
0
April 01, 2021
Tags
Thank You for your important feedback