কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ


 সর্ষের মধ্যেই ভূত | যে কেন্দ্রীয় বাহিনী নাকি ভোটে শান্তি আনবে বলে দাবি করা হয়, অভিযোগ তাদের বিরুদ্ধেই | অবশ্য এই ধরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বর্ডার এলাকায় বলে জানাচ্ছে সূত্র | কিন্তু অভিযোগ কি ? শ্লীলতাহানি, তাও  নাবালিকা এক কন্যাকে | ঘটনাটি সোমবার রাতে তারকেশ্বর বিধানসভার রামনগর এলাকায় ঘটেছে বলে খবর |
সোমবার সন্ধ্যার পর রামনগরের এই অঞ্চলটির একটি স্কুল বাড়িতে ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে থাকার  ব্যবস্থা করা হয় | তারা স্কুলবাড়িতে থাকার ব্যবস্থাতে যখন ব্যস্ত তখন এক জওয়ান বেড়িয়ে আসে রাস্তায় এবং এক নাবালিকা তরুণীকে মুখ চেপে ধরে ঝোপের মধ্যে নিয়ে যায় | মেয়েটি তাঁর বন্ধুর বাড়ি থেকে ফিরছিলো | সেনাটি তাঁকে টাকার লোভ দেখায় বলে শোনা যায় | যাই হোক মেয়েটি একটু ছাড়া পেয়েই চিৎকার করতে শুরু করে | লোকজনের ভিড় হয়ে যায় | জওয়ানটি পালায় | পরে নির্বাচন কমিশনে নালিশ যাওয়ার পর সেনা পরিবর্তন হয় | কিন্তু এ ঘটনা তো প্রকাশ পেয়েছে, যেখানে পাচ্ছে না, সেখানে?      
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post