বাড়তে থাকা করোনা আবহেই আজ থেকে ৭১টি অসংরক্ষিত ট্রেন চালু

একদিকে দেশে করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ রযেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। যদিও কয়েক মাস ধরে স্পেশাল ট্রেন হিসেবে বেশ কয়েকটি মেল-এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। এরমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই আবহেই এবার ৭১টি অসংরক্ষিত (Unreserved trains) প্যাসেঞ্জার ট্রেন চালু করল উত্তর রেল (Northern Railway)। বিজ্ঞপ্তি আগেই হয়েছিল, সোমবার থেকে ওই ট্রেনগুলির চলাচল শুরু হয়ে গেল। রেলমন্ত্রকের দাবি, বাড়তে থাকা যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেলওয়ে। ফলে আশা করা যাচ্ছে, দেশের অন্যান্য প্রান্তেও রেল জোনগুলিকে এবার অসংরক্ষিত প্যাসেঞ্জার ট্রেন চালু করার অনুমতি দেবে। আপাতত উত্তর রেলের আওতায় নতুন দিল্লি, সুলতানপুর, গাজিয়াবাদ, বারানসী, সাহারানপুর, নঙ্গলড্যাম, জলন্ধর, পাঠানকোট, ভাতিন্ডা, ফিরোজপুর, লুধিয়ানা, মেরঠ ক্যান্টনমেন্ট এবং আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলাচল করবে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post