আইপিএল আপডেটঃ জিতল মুম্বই, হারের হ্যাটট্রিক হায়দরাবাদের

পরপর তিন ম্যাচ হারল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার তো জেতা ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। অল্প রানে মুম্বইকে বেধে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হল ডেভিড ওয়ার্নারদের। শেষ পর্যন্ত হায়দরাবাদ হারে ১৩ রানে। শনিবার টসে জিতে ব্যাট নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালো করলেও পরে মাত্র ১৫০ রান তোলে মুম্বই। রোহিত শর্মা ২৫ বলে ৩২ রান করে আউট হলেন। আর শেষে দিকে কায়রন পোলার্ড চালিয়ে খেলে ২২ বলে করলেন ৩৫ রান। পোলার্ড ঝড়ে শেষ ৬ ওভারে ৫২ রান তোলে মুম্বই। 


মাত্র ১৫০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ। যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টদের মেরে পাওয়ার প্লে-তেই উইকেট না হারিয়েই হায়দরাবাদ তোলে ৫৭ রান। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ওয়ার্নার (৩৬)। এরপরই ধস নামে হায়দরাবাদ ইনিংসে। ট্রেন্ট বোল্ট এবং রাহুল চাহার তিনটি করে উইকেট নিলেন। আর অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে বসলো সানরাইজার্স হায়দরাবাদ।


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.