করোনা আতঙ্কে পরীক্ষা বাতিল JEE MAIN

দেশে দ্বিতীয় করোনার স্ট্রেন বাড়তে এবছরের জে মেইন (JEE MAIN  ) পরীক্ষা বাতিল করা হল। চলতি এপ্রিল মাসের শেষে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ যেভাবে বাড়ছে সেই কথা মাথায় রেখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি  (NTA )পরীক্ষা স্থগিত  রাখার কথা জানালেন। গতবছরে ও করোনার জেরে বাতিল করা   হয়েছিল পরীক্ষা। ফের এবছরেও করোনার  দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল আবেদন করেছিলেন, পরীক্ষা স্থগিত রাখার জন্য। মূলত পরীক্ষাথীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এই  কথা বলা  হয়েছে। যদিও পরবর্তী পরীক্ষা হওয়ার ১৫ দিন আগে পরীক্ষাথীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিল ন্যাশনাল টেস্টিংঙ এজেন্সী।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post