মাদারিহাটে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তি স্থানীয়দের

বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের গ্যারগেন্ডা চা-বাগানে একটি চিতাবাঘকে খাঁচা বন্দি করল বন দফতর। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই চিতাবাঘের আনাগোনা টের পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বুধবারই ওই চিতাটি এলাকায় একটি ছাগল খেয়ে নেয়। এছাড়াও দিন কয়েক ধরেই সে এলাকায় মুরগী, ছাগল, গরু সাবাড় করছিল। ফলে তাঁরা স্থানীয় বন বিভাগের অফিসে অভিযোগ জানায়। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ফাঁদ পাতে। অবশেষে বৃহস্পতিবার রাতে গ্যারগেন্ডা চা-বাগানের ১২ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় চিতাবাঘটি বন্দি হয়। ওই এলাকায় চা বস্তির মানুষজনই অভিযোগ করেছিলেন। তাই সেখানেই খাঁচাটি রাখা হয়েছিল বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। ফলে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষজন। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.