ফের অসুস্থ মদন মিত্র, ভর্তি এসএসকেএম হাসপাতালে

ফের অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মদন মিত্রকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তাঁকে ওই হাসপাতালের উডবার্ন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গত, পঞ্চম দফায় ভোট ছিল কামারহাটিতে। ওই দিনই ভোটের শেষ বেলায় অসুস্থ হয়ে পড়েছিলেন। সেদিনও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল মদন মিত্রর। তাঁকে পার্টি অফিসেই অক্সিজেন দিতে হয়েছিল। মদন মিত্র এবার কামারহাটি থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.