মহারাষ্ট্রে কি এবার সম্পূর্ণ লকডাউন?

আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই হয়তো সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে। আপাতত এই চর্চাই চলছে গোটা মহারাষ্ট্রে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সবচেয়ে খারাপ অবস্থা এই রাজ্যেই। ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আংশিক লকডাউন জারি করা হয়েছে। নৈশ কার্ফুও চলছে। তবুও থামানো যাচ্ছে না সংক্রমণ। এবার হয়তো সম্পূর্ণ লকডাউন জারি করা হতে পারে। অন্তত সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ফলে জল্পনা আরও বাড়ছে লকডাউনের। এর আগে তিনি সর্বদলীয় বৈঠকও করেন।

 জানা যাচ্ছে, বুধবার রাত ১২টার পর থেকেই লকডাউন ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এও জানা যাচ্ছে, করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন। তাঁরাই ১৫ দিনের জন্য কড়া লকডাউনের পরামর্শ দিয়েছেন। মূলত করোনার চেন ভেঙে ফেলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত কতদিনের জন্য লকডাউন হয় বা অন্য কোনও সিদ্ধান্ত হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাত সাড়ে আটটা পর্যন্ত।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.