নন্দীগ্রামের ভোট যুদ্ধ মিটতেই আজ উত্তরবঙ্গ সফরে মমতা

 
 


 নন্দীগ্রামের ভোট মিটতেই শুক্রবার সকালে ভোট প্রচারের উদ্দেশে উত্তরবঙ্গে রওনা দেবেন তৃণমূলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোট গতকাল মিটতেই আর সময় নষ্ট না করেই পরবর্তী দফার জন্য ভোট প্রচারে মন দিলেন মমতা। উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের প্রচারের জন্য তার এই সফর।  সকালেই কলকাতা বিমানবন্দর হয়ে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন। আজ প্রচার চালাবেন প্রথমে দিনহাটা টাউনে সংহতি ময়দানে, তুফানগঞ্জ এসএমএ মাঠে, এরপর ফালাকাটায়। গতকাল নন্দীগ্রাম কিছুটা উত্তপ্ত হলেও মোটের ওপর ভোট ভালোই হয়েছে। যদিও কাল লড়াইটা একরকম ছিল মমতা ও শুভেন্দুর। কিন্তু সেখানে সিপিএমের প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায় থেমে থাকেনি।  এদিকে বিজেপির দাবি নন্দীগ্রাম থেকে হারতে চলেছেন মমতা বন্ধোপাধ্যায়। তাই পরবর্তী দফায় উত্তরবঙ্গে জায়গা করে নিতে তিনি তৎপর হয়ে উঠেছেন। অন্যদিকে তৃণমূলের তরফেও সাফ জানানো হয়েছে দ্বিতীয় কোনও আসনে লড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়।  তবুও পরবর্তী দফার নির্বাচনের কথা মাথায় রেখে  তার উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.