এবার দিঘায় টয়ট্রেন, যাওয়া যাবে উদয়পুর পর্যন্ত

গড়পড়তা বাঙালির ভ্রমণ বলতেই নাকি দি-পু-দা, অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। দুটি এই রাজ্যেই, আর অন্যটি পড়শি রাজ্য ওডিশায়। দার্জিলিং হল পাহাড়ের রানী, আর দিঘা সৈকত শহর। এতদিন দার্জিলিংয়ের মূল আকর্ষণ ছিল টয়ট্রেন। এবার দিঘায় বেড়াতে গিয়েও টয়ট্রেনে চড়ার স্বাদ পাবেন। সৈকতেক পার ঘেঁষে হেলেদুলে চলবে খেলনা ট্রেন, আট থেকে আশি সকলেই মজা নিতে পারবেন। পর্যটকদের কথা মাথায় রেখেই সমুদ্র সৈকতে চালু হল এই নতুন পরিষেবা। দিঘা মোহনা থেকে উদয়পুর (ওড়িশা সীমানা) পর্যন্ত চালু হল টয়ট্রেন।


 রীতিমতো সৈকতের পার ঘেঁষে নতুন বাঁধানো ঝাঁ চকচকে রাস্তায় চলবে এই টয়ট্রেন। গত মঙ্গলবার থেকেই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই পরিষেবা চালু করেছে। ফলে দিঘায় ঘুরতে আসা পর্যটকরা আরেকটা নতুন আকর্ষণ পেলেন। সমুদ্রের পার বরাবর তিন কিলোমিটার রাস্তায় ঝাউবন এবং সমুদ্রের ঢেউয়ের ভাঙাগড়া দেখতে দেখতে পৌঁছে যাবেন নতুন সৈকত উদয়পুর। ট্রেনে তিনটি কামরা রয়েছে। আর প্রতিটি কামরায় ৩০টি করে আসন থাকছে। টিকিট মূল্যও সাধারণের সাধ্যের মধ্যে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post