অন্নপূর্ণা পূজা ও রামনবমী

অন্নপূর্ণা পূজার আজ নবমী, অবশ্য অধিকাংশ বাড়িতে অষ্টমীর দিনই পূজা হয়ে থাকে। অন্যদিকে এই নবমী তিথিকে কেন্দ্র করে সারা দেশে পালিত হচ্ছে রামনবমী। অনেকের মতে দুর্গাপুজোর অন্যরূপ এই অন্নপূর্ণা পূজা। বিভিন্ন পৌরাণিক গ্রন্থে বর্ণিত আছে এটাই আসল দেবী আরাধনা। সাধরণত চৈত্র মাসে এই পুজো হয়ে থাকে। কিন্তু তিথির কারণে যেমন দুর্গাপুজো হয়েছিল কার্তিক মাসে তেমনই অন্নপূর্ণা পূজাও পিছিয়ে গিয়ে এবার বৈশাখ মাসে হচ্ছে। অন্নপূর্ণা পূজা এবং রামনবমী কিন্তু করোনা আবহে যার যার বাড়ির অভ্যন্তরে হচ্ছে তেমনই রামনৱমীও পালিত হচ্ছে নমো নমো করেই। উৎসবের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী থেকে সমস্ত রাজনৈতিক নেতাই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।     

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post