১৩ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী দম্পতি, চাঞ্চল্য বর্ধমানে

বর্ধমানের লাকুর্ডি এলাকায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিকাশ কুমার সাউ (৪২) এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সাউয়ের (৩৮) দেহ। ওই ঘরের খাটেই পড়েছিল তাঁদের ১৩ বছরের মেয়ে সুরভির নিথর দেহ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের অনুমান মেয়েকে খুন করেই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তবে তাঁদের ছোট ছেলেকে কিছু করেননি তাঁরা। এদিন সকালে ছোট ছেলে কান্নাকাটি করতেই প্রতিবেশীরা ছুটে যান। গিয়ে দেখেন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছে দম্পতির দেহ। সুরভিকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 


স্থানীয়দের অনুমান, ছেলেকে মারতে না পেরেই তাঁর কোনও ক্ষতি করেননি ওই দম্পতি। পুলিশের অনুমান, প্রথমে মেয়ে সুরভীকে ঘুমের ঔষুধ খাইয়ে শ্বাসরোধ করে মারার পরই স্বামী ও স্ত্রী দুজনে মিলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এই ঘটনা ঘটল তা নিশ্চিত ভাবে বলা না গেলেও আর্থিক অনটনের কারণেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্থানীয়ভাবে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ কুমার সাউ। ইদানিং তিনি কোনও কাজকর্ম করতেন না। এই নিয়ে পরিবারে অশান্তিও ছিল। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.