শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর সভা, তবে বারাসতে থাকছেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা ঘিরে উত্তেজনায় কাঁপছিল বারাসত। সোমবার একই শহরে দুই হাই প্রোফাইল জননেতার সভার দিকে তাঁকিয়ে ছিল গোটা রাজ্যই। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হল তৃণমূল নেত্রীর সভা। তবে ঘোষিত সূচি মেনে বারাসতে আসছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মাত্র ঘন্টা খানেকের ব্যবধানে দুটি হাইভোল্টেজ সভা ঘিরে সমস্যায় পড়েছিল জেলা প্রশাসন। তবে তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনের অনুরোধ মেনে শেষ পর্যন্ত তাঁর সভা পিছিয়ে দিয়েছেন। বারাসতের তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, 'নেত্রীর সভা সোমবার ১২ এপ্রিলের বদলে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় হবে'।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চারটি সভা ছিল। বারাসতের সভা বাতিল হলেও বাকিগুলো যথারীতি হবে। এদিন তৃণমূল নেত্রী তিনটি সভা করবেন রানাঘাট, বসিরহাট ও দমদমে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.