রাজ্যে একদিনে কোভিডের বলি ৮৯, আক্রান্ত ১৭ হাজার পার

 করোনার বাড়বাড়ন্তে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। সক্রিয় রোগীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার বেড়ে হয়েছে, ১ লাখ ১০ হাজার ২৪১। সক্রিয় আক্রান্তের সংখ্যা দেখে  রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সংক্রমণ ঠেকাতে না পারলে, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।



স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৯০১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। এরপরই উদ্বেগ বাড়িয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯১২ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। 




একদিনে জেলাভিত্তিক সংক্রমণ উঠে এসেছে একনজরে, দক্ষিণ ২৪ পরগনায় ৯৯০ জন, হুগলিতে ৯৩০ জন, হাওড়ায় ৯২৭ জন, পশ্চিম বর্ধমানে ৮৯৩ জন, পূর্ব বর্ধমানে ৫৮৫, পূর্ব মেদিনীপুরে ৫৪৩ জন, পশ্চিম মেদিনীপুরে ২৬১ জন, ঝাড়গ্রামে ৭৪ জন, বাঁকুড়াতে ৪০২ জন, পুরুলিয়াতে ৩৫৪ জন, বীরভূমে ৭৪৬ জন, নদীয়াতে ৭৪৯ জন, মুর্শিদাবাদে ৫৫৩ জন, মালদাতে ৫২৮ জন, দক্ষিণ দিনাজপুরে ১৭৪ জন, উত্তর দিনাজপুরে ২৯৩ জন, জলপাইগুড়িতে ১৫২ জন, কালিম্প ৩৬ জনে, দার্জিলিং-এ ১৯১ জন, কোচবিহারে ১৫১ জন এবং আলিপুরে ৫৮ জন।



দেশের সঙ্গেই উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি। সংক্রমণ বাড়লেও কমছে সুস্থতার হারও। ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে রাজ্যে এমনটাই দাবি বিশেষজ্ঞদের। তাঁদের মতে,আক্রান্তের সংখ্যা বাড়লে হাসপাতালগুলিতে রোগী সংখ্যাও বাড়বে। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। চিকিৎসকদের পাশাপাশি কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। তবে আশার কথা সমানতালে চলছে টিকাকরণের কাজও।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post