ভোট দিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বললেন, ‘আবার তৃণমূল আসছে’

সোমবার সকালেই ভবানীপুরে মিত্র ইনস্টিটিউটে নিজের ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল যুব সভাপতি আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিলেন, তৃণমূলই সরকার গড়ছে। অভিষেকের কথায়, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি। বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেছি, রাজ্যের স্পন্দন অনুভব করতে পারছি। ২রা মে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে’। তিনি আরও বলেন, ‘২০০ আসনে ভোট হয়ে গিয়েছে। জ্ঞান, অভিজ্ঞতা থেকে যা জানতে পারছি সেই ফলাফলে আমি অনেকটাই আত্মবিশ্বাসী। তৃণমূল আবারও জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসছেন।আমি আশ্বস্ত করতে পারি, আমরাই জিতছি। এখন সংখ্যা বাড়ানোর দফা। গণদেবতার উপর আমাদের আস্থা রয়েছে’। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরে আসছে ২ থেকে ৩ শতাংশ সংখ্যাগরিষ্ট আসনে।


সোমবার ভোট দিয়েও অভিষেক কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন। দেশে ক্রমাগত করোনা পরিস্থিতি বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন। অভিষেকের প্রশ্ন, ‘শুধু বাংলায় নয়, গোটা দেশে কোভিড পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দেশের প্রধানমন্ত্রী ভ্যাকসিন, অক্সিজেন দান করেছেন যেখানে নিজের দেশেই এর আকাল রয়েছে। দেশের মানুষের জন্য পদক্ষেপ নেওয়া দরকার। দশটা রাজ্য নিয়ে যে বৈঠক ডাকা হল, তাতে বাংলাকে ডাকা হল না। তার মানে কী এটা ধরে নিতে হবে রাজ্যে পরিস্থিতি ভালো?’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুরেই তিনি আট দফা ভোট নিয়ে নির্বাচন কমিশনকে একহাত নিলেন এদিন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post