ফের রদবদল রাজ্য পুলিশে, অনুব্রতর গড়ে পাঠানো হল নগেন্দ্রনাথকে


আর তিন দফার ভোট বাকি রয়েছে রাজ্যে। ষষ্ঠ দফার ভোটের প্রচার শেষ হবে আজই। এই পরিস্থিতিতেই রাজ্য পুলিশে ফের রদবদল করল নির্বাচন কমিশন। শেষ তিন দফা ভোটের আগেই নির্বাচন কমিশন সরিয়ে দিল বীরভূম, পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে। অপরদিকে দুর্গাপুর-আসানসোলের পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে। জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হল নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে। যাঁকে নন্দীগ্রামে ভোটের দায়িত্ব দিয়েছিল কমিশন। তিনি নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তাঁকে বুথ থেকে বের করে আনেন ঠান্ডা মাথায়। 


রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বীরভূমের এসপি শ্যাম সিংকে বদলি করে আনা হয়েছিল মীরাজ খালিদকে। কিন্তু ভোটের মাঝেই আবার এই পদে বদল করল নির্বাচন কমিশন। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জেলায় কড়া হাতে ভোট করাতে এসপি বদল এবং নগেন্দ্রনাথ ত্রিপাঠির মতো কড়া অফিসারকে পাঠানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, বীরভূমের ১১টি আসনে ভোট শেষ দফায় অর্থাৎ ২৯ এপ্রিল। অপরদিকে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের বদলে দায়িত্ব দেওয়া হল অজিত কুমার যাদবকে। এই জেলার ৮টি আসনে ভোট ২২ এপ্রিল। আর আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনের বদলে আনা হয়েছে মিতেশ জৈনকে। আসানসোলে ভোট ২৬ এপ্রিল।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.