বিজেপির বহিরাগতরা করোনা ছড়াচ্ছে বঙ্গে, তোপ মমতার

ষষ্ঠ দফার ভোটের প্রচার চলছে জোরকদমে। একদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোটপ্রচার জমজমাট। শুক্রবার নদিয়ার নবদ্বীপ এবং উত্তর ২৪ পরগনার হাবড়ায় দুটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুটি জনসভা থেকেই তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। এমনকি রাজ্যে করোনার বাড়বাড়ন্ত নিয়ে সরাসরি বিজেপির শীর্ষ নেতাদেরই দায়ী করলেন। মমতার কথায়, ‘বহিরাগতরা এসে করোনা ছড়াচ্ছে রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবেদন, আপনারা করোনা ছড়াবেন না’। তিনি আরও বলেন, ‘রাজ্যে কোভিড কমে গিয়েছিল, ৫-৬ মাস কোনও করোনা ছিল না, আর সেই সময় নরেন্দ্র মোদি সকলকে টিকা দিয়ে ভালো রাখতেই পারতেন, কিন্তু তা করলেন না। এখন আবার কোভিড বাড়িয়ে দিয়েছেন। বাইরে থেকে লোক আনছেন, বহিরাগত গুন্ডারা চলে আসে। তাঁরাই কোভিড নিয়ে আসছে। হাজার হাজার লোক বাইরে থেকে আসছে এবং তাঁরাই বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালাচ্ছে’। 


রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উধাহরণ টেনেই এদিন এই অভিযোগ করলেন। কারণ এই রাজ্যে প্রচারের পরই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া বহিরাগত ইস্যুতে বরাবরই বিজেপিকে আক্রমণ করে আসছেন। এবার রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্যও সেই ‘বহিরাগত’ ইস্যুকেই হাতিয়ার করলেন। এরপরই তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচন কমিশনকে বলব, যাঁরা বহিরাগত, বাংলা থাকেন না, প্রবেশাধিকার দেওয়ার কোনও প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মিটিং করতে আসতেই পারেন। কিন্তু এখানকার লোক দিয়ে প্যান্ডেল হোক। গুজরাত থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? রাজস্থান থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদিজি, আপনাকে বারবার করে বলছি’।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post