‘মরে গেলেও তো টিকা পাবো না’, প্রধানমন্ত্রীকে তোপ মমতার

আগামী ১ মে থেকে খোলা বাজারে পাওয়া যাবে করোনার টিকা। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খবর জানান। মঙ্গলবারই এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘‌এত মানুষ আক্রান্ত হচ্ছেন। আর কেন্দ্র বলছে খোলাবাজারের করোনার টিকা মিলবে। মিলবে কী করে? এত ভ্যাকসিন কোথায়?’‌ এরপরই তাঁর কটাক্ষ, ‘দেশ থেকে করোনার ৬৪ শতাংশ ওষুধ বিদেশে পাঠাচ্ছেন। এখন তো মরে গেলেও টিকা পাব না। বিদেশে ওষুধ পাঠাচ্ছেন, নিজের দেশের কথা ভাবলেন না একবারও’। এদিন মুর্শিদাবাদের ভবগানগোলায় মাত্র ১৫ মিনিটের জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি করোনার টিকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন। মমতা বলেন, ‘আজ মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ি থেকে বসে ওঁরা কাজ করবেন। বাড়ি থেকে কাজ মানে তো বুঝতেই পারছেন। সবটাই বিজেপি করবে। এটা নিয়ে নতুন কিছু বলার নেই’। পরে তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি এবং নবগ্রামেও জনসভা করেন। তবে করোনার জন্য তৃণমূলনেত্রী খুব অল্প সময়ের জন্য সভা করেছেন এদিন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.