এবার হুগলির গোঘাটে মারধরে মৃত্যু বিজেপি কর্মীর মায়ের, অভিযুক্ত তৃণমূল

উত্তর ২৪ পরগনার নিমতার পর এবার হুগলির গোঘাটে। ফের শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের মারধরে মৃত্যু হল এক বিজেপি কর্মীর মায়ের। ঘটনার পর থেকেই গোঘাটে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, সোমবার রাতে গোঘাটের খুশীগঞ্জ এলাকায় বিজেপি কর্মী পিরু আদকের বাড়ি চড়াও হয় একদল দুষ্কৃতী। পিরুকে মারধর শুরু করতেই ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা মাধবী আদক (৪৩)। তাঁকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। খানিকক্ষণ পরই মৃত্যু হয় মাধবীদেবীর। ঘটনার খবর পেয়েই ওই বাড়িতে পৌঁছে যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। ঘটনাস্থলে আসে পুলিশও। দেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মঙ্গলবার হুগলির ৮ আসনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যেই হুগলির গোঘাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের অভিযোগ, বাঁকুড়া ও মেদিনীপুর থেকে বহু দুষ্কৃতী হুগলিতে ঢুকেছে তৃণমূলের মদতে। তারাই বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে মারধোর করছে। ছেলেকে বাঁচাতে গিয়ে ফের মৃত্যু হল বৃদ্ধা মায়ের। অপরদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, স্বাভাবিক মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার, কোনও মারধরের ঘটনা ঘটেনি। সবমিলিয়ে ভোটের সকাল থেকেই রাজনৈতিক চাপানউতরে উত্তপ্ত গোঘাট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.