বেলা বাড়তেই উত্তপ্ত গয়েশপুর, বোমাবাজি, আহত ২ বিজেপি কর্মী

মূলত শুক্রবার রাত থেকেই বোমাবাজি চলেছে নদিয়ার গয়েশপুর এলাকায়। শনিবার সকাল থেকে ভোট শান্তিপূর্ণ হচ্ছিল। কিন্তু দুপুর থেকে ফের উত্তপ্ত হল গয়েশপুর। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল। বোমার ঘায়ে আহত হয়েছেন দুজন বিজেপি কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে ভোট দিয়ে ফেরার সময় ২৭০ নম্বর বুথে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। রীতিমতো লাঠি-রড নিয়ে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। এক তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। পরে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে চলে আসে। ওই তৃণমূলকর্মীকে গ্রেফতারের দাবিতে শুরু হয়ে যায় পথ অবরোধ। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে এলেও যথেষ্ট উত্তেজনা রয়েছে গয়েশপুরে। অপরদিকে নদিয়ার শান্তিপুরেও এদিন এক বিজেপি কর্মীকে ব্যপক মারধোর করার অভিযোগ উঠল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.