সময় নষ্টে নারাজ নেত্রী, আজ রাত ৮টায় বারাসত, সাড়ে ৯টায় সল্টলেকে সভা মমতার

নির্বাচন কমিশন তাঁর প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার রাত ৮টায় শেষ হচ্ছে সেই সময়সীমা। তৃণমূলনেত্রী একটুও সময় নষ্ট করতে নারাজ, মঙ্গলবার রাতেই তিনি দুটি জনসভা করবেন বলে জানিয়েছে তৃণমূল। রাত ৮টার কিছু পরেই তিনি বারাসত স্টেডিয়ামে ভাষণ দেবেন। এরপর রাত সাড়ে ৯টা নাগাদ সল্টলেকে জনসভায় ভাষণ দেবেন। এর আগে মঙ্গলবার দিনভর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার রাতেই মুখ্যমন্ত্রীর 'প্ররোচনামূলক' ভাষণের অভিযোগে তাঁকে ২৪ ঘন্টার জন্য প্রচার করতে নিষেধ করেছে নির্বাচন কমিশন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন কমিশনের এই সিদ্ধান্ত 'অগণতান্ত্রিক' এবং 'অসাংবিধানিক'। তিনি এর প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন। পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, দলনেত্রী মঙ্গলবার রাতে দুটি জনসভা করবেন। প্রথমটি হবে বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর সমর্থনে বারাসত স্টেডিয়ামে। অন্যটি বিধাননগরের প্রার্থী সুজিত বসু এবং রাজারহাট-নিউটাউনের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের সমর্থনে সল্টলেকের বিএফ-সিএফ মাঠে জনসভা করবেন।  এদিন তৃণমূলনেত্রীর কর্মসূচিতে চারটি জনসভা ছিল। কমিশনের নিষেধাজ্ঞা জারির পর সবকটিই বাতিল হয় প্রাথমিকভাবে। সেগুলি ছিল বারাসত, হরিনঘাটা, কৃষ্ণগঞ্জ এবং সল্টলেকে। কিন্তু পরে ঠিক হয় বারাসত ও সল্টলেকে সভা বাতিল হচ্ছে না, বরং রাতেই সভা দুটি করবেন তৃণমূলনেত্রী।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post