রাজ্যে এলেও কার্যত ভার্চুয়াল সভা করবেন মোদি

রাজ্যে ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে রাজনৈতিক সভা সমাবেশের যৌতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতেই রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে প্রশ্ন তুলছেন তৃণমূল সহ অন্যান্য রাজৈনিক দলগুলি। এবার বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল রাজ্যে একদিনে চারটি প্রচার সভা করবেন নরেন্দ্র মোদি। কিন্তু সেগুলি কার্যত ভার্চুয়াল সভা করবেন বলেই জানিয়েছে বঙ্গ বিজেপি। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিন তিনি বলেন, ২৩ এপ্রিল রাজ্যে চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। কোভিড প্রোটোকল মেনেই সভাগুলি হবে মালদা, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায়। তবে প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকবে না জনতা। প্রধানমন্ত্রীর ভাষণ তাঁরা শুনবেন ভার্চুয়ালি। সেজন্য বুথ স্তর পর্যন্ত পরিকাঠামো তৈরি বলে জানিয়েছেন মালব্য। অমিত মালব্য আরও জানিয়েছেন, বিহারেও করোনা পরিস্থিতির মধ্যে এই ভাবে বেশ কয়েকটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গেও একই কৌশল নেওয়া হল। জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর সভায় জন সমাগম একদমই থাকবে না। ৫০০ জনের মত বিজেপি সমর্থক সভায় থাকবেন। মঞ্চেও প্রতিনিধিত্ব কাঁটছাঁট করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর ভাষণ ভার্চুয়ালি ৫৬টি বিধানসভার প্রতিটি ব্লকেই পৌঁছে দেওয়া হবে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post