তামিলনাড়ুতে তৈরি হল প্রথম করোনা মাতার মন্দির, চলছে নিত্যপূজা

করোনার হাত থেকে বাঁচাবেন করোনা মাতা বা দেবী। এমনই বিশ্বাস থেকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে তৈরি হয়ে গেল একটি আস্ত মন্দির। যেখানে শুরু হয়ে গিয়েছে দৈনিক পূজাআচ্চাও। এলাকাবাসীর বিশ্বাস, করোনা অতিমারীর হাত থেকে বাঁচাবেন দেবী করোনা। তামিলনাড়ুর কোয়েম্বতুরের অদূরে কামাতচিপুরম গ্রামেই তৈরি হয়েছে এই মন্দির। মন্দির স্থাপনের পরই সেখানে একটানা ৪৮ ঘন্টার বিশেষ আরাধনার আয়োজন করা হয়েছে। এপর থেকেই শুরু হয়ে যাবে পূজা। করোনা মাতার মূর্তি তৈরি হয়েছে গ্রানাইট পাথরের। দেড় ফুটের প্রতিমার পরনে টকটকে লাল কাপড়। এক হাতে ত্রিশূল। 

তবে করোনাকালে এখনই ভক্তদের প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে। বর্তমানে শুধুমাত্র সেবাইত এবং পুরোহিতরাই মন্দিরে প্রবেশ করতে পারছেন। সাধারণের প্রবেশের অনুমতি না থাকলেও দূর থেকে অনেকেই ভক্তিভরে প্রণাম করে যাচ্ছেন। প্রসঙ্গত, উত্তর ভারতে যখন করোনা সংক্রমণ অনেকটাই কমের দিকে, তখন দক্ষিণ ভারতের তামিলনাডুতে দ্রুত বাড়ছে সংক্রমণ। হাসপাতালে বেড এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কোয়েম্বাতুরের কাছেই এই করোনা মাতার মন্দির আলাদা করে নজর কাড়ছে নেটিজেনদের।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.