কর্নাটকের পর তামিলনাড়ুতেও ১৪ দিনের লকডাউন ঘোষণা

দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ যেমন চার লাখ ছাড়িয়েছে তেমনই মৃতের সংখ্যাও চার হাজার ছাড়াল শনিবার। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ লকডাউনের পক্ষে সাওয়াল করছেন। যদিও কয়েকটি রাজ্য আংশিক এবং পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে। এবার দক্ষিণের দুটি রাজ্য ১৪ দিনের লকডাউন ঘোষণা করল। কর্নাটকের পর তামিলনাড়ুও ১৪ দিনের লকডাউনের পথে হাঁটল। আগামী সোমবার ১০ মে থেকে শুরু হচ্ছে লকডাউন। তবে দুপুর ১২টা থেকে কিছু ঘন্টার জন্য শুধুমাত্র মুদির দোকান খোলা থাকবে। এছাড়া রেস্ট্রুরেন্টগুলি থেকে হোম ডেলিভারি হবে বলে জানিয়েছে তামিলনাড়ু প্রশাসন। এমনকি তামিলনাড়ু মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের আওতাধীন দোকানগুলিও বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অত্যাবশকীয় নয় এমন সরকারি দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ভারতের ওই রাজ্য। করোনা সংক্রমণে তামিলনাড়ু রীতিমতো বেসামাল। শুধুমাত্র চেন্নাই শহরেই দৈনিক আক্রান্ত ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর আগে নাইট কার্ফু ও আংশিক লকডাউন করেও খুব একটা ফল হয়নি। তাই এবার পূর্ণ লকডাউন করে সংক্রমণে রাশ টানতে চলেছে তামিলনাড়ু। প্রসঙ্গত, এপ্রিলে বিধানসভা ভোট হয়েছে এই রাজ্যে। ভোটের পর থেকেই সংক্রমণ লাগামছাড়া তামিলনাড়ুতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.