বিশ্বের বৃহত্তম কার্গো বিমানে ভারতে করোনা সাহায্য পাঠাচ্ছে ব্রিটেন

লাগামছাড়া করোনা সংক্রমণে হাসফাঁস অবস্থা ভারতের। বিশেষ করে অক্সিজেন সংকটে পড়েছে দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলি। অক্সিজেনের অভাবে মৃত্যু পর্যন্ত হচ্ছে করোনা আক্রান্ত সহ অন্যান্য রোগীদের। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ব্রিটেনও ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছিল। এবার ভারতকে আরও বড় সাহায্য পাঠাচ্ছে ব্রিটেন। বিশ্বের বৃহত্তম কার্গো বিমানে চাপিয়ে ১৮ টনের ৩টি দৈত্যাকার অক্সিজেন জেনারেটর এবং এক হাজার ভেন্টিলেটর ভারতে পাঠাচ্ছে বরিস জনসনের দেশ। জানা যাচ্ছে রবিবার সকালেই ওই বিমান দিল্লিতে পৌঁছে যাবে। 


আয়ারল্যান্ডের বেলফাস্ট বিমানবন্দর থেকে দৈতাকায় অ্যান্টোনভ-১২৪ কার্গো বিমানে ৩টি অক্সিজেন জেনারেটর লোড করে কর্মীরা। সেই সঙ্গে ১০০০ ভেন্টিলেটরও পেটের ভিতর পুরে নেয় বিশ্বের বৃহত্তম অ্যান্টোনভ-১২৪ কার্গো বিমানটি। সূত্রের খবর ব্রিটেনের পাঠানো অক্সিজেন জেনারেটরটি প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে সক্ষম। যা অন্তত ৫০ জন রোগীর জন্য যথেষ্ট। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, ‘ভারতের পরিস্থিতি মর্মান্তিক। এই চ্যালেঞ্জে আমারা বন্ধু পাশে আছি’।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.