পজিটিভ রিপোর্ট না থাকলেও ভর্তি নিতে হবে হাসপাতালকে, নির্দেশ কেন্দ্রের

উপসর্গ আছে অথচ করোনা পজিটিভ রিপোর্ট না থাকায় কোভিড হাসপাতালে ভর্তি করতে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। এবার এই সমস্যা সমাধানে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করে জানাল, পজিটিভ রিপোর্ট না থাকলেও এবার থেকে কোনও রোগীকে করোনা হাসপাতালে ভরতি করা যাবে। কোভিড হাসপাতালগুলিতে ভর্তির জন্য আর বাধ্যতামূলক নয় করোনা পজিটিভ রিপোর্ট। এমনকি ভর্তির সময় লাগবে না পরিচয় পত্রও। উপসর্গ থাকলেই রোগীকে ভর্তি নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে বলেই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনার যেকোনও উপসর্গ থাকলেই তাঁকে প্রয়োজনানুসারে কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার এবং ডেডিকেটেড কোভিডের সন্দেহভাজন ওয়ার্ডে ভরতি করতে হবে। দেশে উত্তোরত্তর বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই করোনাভাইরাস রোগীদের হাসপাতালে ভরতি সংক্রান্ত জাতীয় নীতি সংশোধন করল কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় আরও বলা হয়েছে, অন্য কোনও শহরের বাসিন্দাও হন, তাহলে তাঁকে অক্সিজেন, জরুরি ওষুধ-সহ চিকিৎসা প্রদান করতে হবে। এই সিদ্ধান্তের ফলে অনেকটাই চিন্তা মুক্ত হলেন সাধারণ মানুষ। তবে চিকিৎসক মহলের উদ্বেগ, কোভিড হাসপাতালগুলিতে আইসোলেশন বেড না বাড়ালে সমস্যা আরও জটিল হতে পারে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.