অসমের মুখ্যমন্ত্রী পদে শেষ পর্যন্ত হিমন্ত বিশ্বশর্মা

টানটান চিত্রনাট্য অসমে। শেষ পর্যন্ত  বিধানসভা ভোটে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়ে রবিবার দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাঁর আগেই কার্যত পরিস্কার হয়ে গিয়েছিল এবার অসমের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। কারণ বৈঠকের আগেই অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ইস্তফা দিলেন। এবার হিমন্তের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত তাঁর নামেই শিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ্য সোমবারই শপথ নেবেন অসমের নতুন মুখ্যমন্ত্রী। 


এদিন সকালে দিল্লি যাওয়ার আগে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বি এল সন্তোষকে নিয়ে অসমের রাজভবনে যান বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। সেখানেই তিনি রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে আসেন। এরপরই বৈঠকের জন্য বিধানসভায় পৌঁছে যান বিজেপি বিধায়করা। সূত্রের খবর, ওই বৈঠকেই হিমন্ত বিশ্বশর্মাকে নেতা হিসেবে বেছে নিয়েছেন অসমের বিজেপি বিধায়করা। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম প্রস্তাব করেছেন সয়ং সোনোওয়াল। ফলে সবদিক ঠিক থাকলে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাই। যিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন।
 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.