সুখবর! নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকবে বর্ষা

সুখবর দিল আবহাওয়া দফতর। গরমের হাঁসফাঁস করার দিন এবার শেষ হতে চলেছে শীঘ্রই। কারণ সময়ের আগেই দেশে ঢুকে পড়ছে বর্ষারানী। হাওয়া অফিস জানাচ্ছে চলতি বছরের ৩১ মে কেরলে ঢুকে পড়ছে বর্ষা। অর্থাৎ নির্ধারিত দিনের একদিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকছে দেশে। এখন দেখার বিষয় বঙ্গে কবে ঢোকে বর্ষা। কারণ এই রাজ্যে বর্ষার প্রবেশের স্বাভাবিক সময় মোটামুটি ৮ জুন। তবে কেরলে আগে ঢুকলেও যে বাংলায় আগে ঢুকবে তার কোনও মানে নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। তবে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) তরফে জানানো হয়েছে, এবছর স্বাভাবিক বর্ষাই হবে দেশে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় বর্ষা। কেন্দ্রীয় মন্ত্রকের সচিব আশ্বাস দিচ্ছেন এবছর মুলত ৯৮ শতাংশ বর্ষা হতে চলেছে দেশে, যা স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। ফলে কৃষকদের জন্য সুখবরই বলা চলে। কারণ অতিবৃষ্টি বা কম বৃষ্টি হলে চাষের কাজে সমস্যা হয়। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post