চলতি মাসের ৩১ তারিখ অবসর নেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু গত ১২ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে চিঠি দিয়ে তাঁর মেয়াদ বাড়ানোর আর্জি জানান। মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের মেয়াদ আরও ৬ মাস বাড়নোর আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মেনে নেয় কেন্দ্রীয় সরকার, কিন্তু মেয়াদ বাড়ানো হল তিনমাসের জন্য। অর্থাৎ আগামী ৩১ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যসচিব থাকছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত আমফান এবং করোনা সংক্রমণ কালে যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে তাঁর ওপরই ভরসা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও বাড়নোর আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেয়াদ বৃদ্ধির পর যথার্থই খুশি মুখ্যমন্ত্রী জানালেন, ‘মুখ্যসচিব তিন মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন। আমরা খুশি হয়েছি। তাঁর অভিজ্ঞতা রয়েছে আমফানে কাজ করার। কোভিডের সময়ও ভালো কাজ করেছেন তিনি’। তৃণমূল জমানায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিব হিসেবে কাজ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরিবহণ, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সচিবের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন। এরপর গত বছরের ২৯ সেপ্টেম্বর রাজীব সিনহার অবসরের পরেই রাজ্যের মুখ্যসচিব পদে আসীন হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
আরও তিনমাস মেয়াদ বাড়ল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের
0
May 25, 2021
Tags
Thank You for your important feedback