স্থগিত রাখা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

করোনা অতিমারীর জেরে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবারই নবান্নে এক সাংবাদিক বৈঠকে আগামী ১৫ দিনের জন্য গোটা রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে তিনি আরেকটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার জন্য চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। প্রসঙ্গত আগামী ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে আদৌ পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়ে আশঙ্কায় ছিলেন শিক্ষা মহল। উদ্বিগ্ন ছিলেন পরীক্ষার্থী থেকে আভিভাবকরাও। এবার রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল আপাতত পরীক্ষা স্থগিত। আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন জানালেন, জুন মাসে কোনও পরীক্ষা নেওয়া হবে না। এই ১৫ দিনের লকডাউন বা বিধিনিষেধের জন্য পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হবে। তাই ঠিক হয়েছে আপাতত পরীক্ষা স্থগিত রাখার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.