করোনায় দেশে দৈনিক আক্রান্ত ৩ লাখ ৯২ হাজার ৪৮৮, মৃত ৩,৬৮৯

 



কোনওভাবেই দেশে ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। কোভিড গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী।  দৈনিক সংক্রমণ ফের ৪ লাখ ছুঁই ছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে, ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। কোভিডে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। 

প্রতিদিনই দেশে রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ। বিশ্বের কোনও দেশেই দৈনিক সংক্রমণ আগে চার লাখ পার হয়নি। রবিবার আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও দৈনিক সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে, এমুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪৯ হাজার ৬৪৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন মোট ১ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ২৭১ জন । দেশে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনের।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে টিকাকরণে জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ১৫ কোটি ৬৮ লাখ ১৬ হাজার ৩১ জনকে টিকা দেওয়া হয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.