ঘূর্ণিঝড় ইয়াসঃ বুধবার সকাল থেকে ১২ ঘন্টা বন্ধ কলকাতা বিমানবন্দর

গত বছরই রাজ্যে হানা দিয়েছিল অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান। এক বছরের মাথায় আরেক ঘূর্ণিঝড় ইয়াস হানা দিতে চলেছে বাংলা ও ওডিশা উপকূলে। তবে বাংলায় তার প্রভাব একটু কম হবে বলেই মনে করছেন আবহবিদরা। তবুও ঝুঁকি না নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কলকাতা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। গত বছর আমফানের জেরে ব্যাপক ক্ষতি হয়েছিল কলকাতা বিমানবন্দরের। তাই এবারও বুধবার সকাল থেকে ১২ ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দর। আপাতত সিদ্ধান্ত হয়েছে বুধবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সমস্ত বিমান চলাচল বন্ধ থাকবে কলকাতা থেকে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ছুটিও বাতিল হয়েছে। বিমানবন্দরে থাকা বিমানগুলিকেও শক্ত করে বেঁধে রাখা হচ্ছে। হ্যাঙ্গারগুলিকেও ঠিকঠাক করা হয়েছে। এছাড়া অস্থায়ী কাঠামো, ব্যারিকেড সরিয়ে ফেলা হয়েছে। গত বছর আমফানে অস্থায়ী কাঠামো এবং উঁচু বাতিস্তম্ভ ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছিল কলকাতা বিমানবন্দরে। এবার ঘূর্ণিঝড় ইয়াসের জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post