আজ জন্মদিন রাজ্যপাল ধনকড়ের

এই মুহূর্তে রাজ্যে সবচাইতে আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব স্বয়ং বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ভূমিকা নিয়ে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসকদলের নেতা-মন্ত্রীরা। আজ মঙ্গলবার তাঁর জন্মদিন। তিনি আগেই জানিয়েছিলেন যে এই বছর তিনি জন্মদিন পালন করবেন না। অবশ্য গত বছরও তিনি জন্মদিন পালন করেন নি। কারণ করোনা অতিমারীর সঙ্গে লড়াই করছে গোটা দেশ। এই বছর তিনি আগেই জানিয়েছিলেন জন্মদিন পালন করবেন না করোনা এবং ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে। তবে, তিনি জন্মদিন ঘটা করে পালন না করলেও সুভাচ্ছার বন্যায় ভাসলেন সকাল থেকেই। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি থেকে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তাঁকে টুইট মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকাল থেকেই অসংখ্য শুভেচ্ছাবার্তা তিনি পেয়েছেন এবং তিনিও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। আজ তাঁর ৭০ বছর পূর্ণ হল বলে খবর। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.