করোনা টিকার দ্বিতীয় ডোজেই গুরুত্ব দিতে রাজ্যগুলিকে বলল কেন্দ্র

করোনা টিকাকরণের ক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজেই গুরত্ব দিতে বলল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানানো হল। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন টুইট করেও কেন্দ্রের নতুন টিকা নীতির কথা জানিয়েছেন। টুইটে ডাঃ হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ২টি কোভিড-১৯ টিকা প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি দ্বিতীয় টিকা প্রদানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার এবং টিকার অপচয় বন্ধ করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে’। এদিনই তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এবং করোনা মোকাবিলায় গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এরপরই নতুন টিকা নীতি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইতিমধ্যেই যাঁরা প্রথম টিকা নিয়েছেন, তাঁদের পরবর্তী চাহিদা পূরণের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে’। যদিও রাজ্যগুলি এই বিষয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.