ভয়াবহ পরিস্থিতিঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ২০ হাজার ছুঁইছুঁই, মৃত ১২৭

রাজ্যে ভোট পরবর্তী সময়ে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। চিন্তায় রাজ্যের স্বাস্থ্য মহল। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের সর্বশেষ করোনা বুলেটিন (৮ এপ্রিল) জানাচ্ছে একদিনেই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়ে ১২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বাংলায়। গোটা দেশেই করোনা পরিস্থিতি মারাত্মক, এই রাজ্যের চিত্রও ভয়াবহ। বাংলায় দিন দিন বাড়ছে সংক্রমণের হার। সুস্থতার হারও কমে দাঁড়িয়েছে ৮৫.৮৯ শতাংশে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর প্রথম কাজ হবে করোনা নিয়ন্ত্রন করা। ইতিমধ্যেই তিনি লোকাল ট্রেন বন্ধ সহ বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নিয়েছেন। তবুও করোনা সংক্রমণ কমার লক্ষণ নেই। রাজ্যের দুই জেলায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। 


 

কলকাতা এবং উত্তর ২৪ পরগনা সংক্রমণ এবং মৃত্যুর হারে একে অপরকে পাল্লা দিচ্ছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ৩,৯৬১ এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। অপরদিকে উত্তর ২৪ পরগনায় একদিনেই আক্রান্ত হয়েছেন ৩,৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১৬৪ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও করোনা সংক্রমণ ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমেও। এই জেলাগুলিতেও দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাওড়ায় ১ হাজার ১৯৬ জন, দক্ষিণ ২৪ পরগনা ৯৬২ জন, হুগলি ৯৪৭ জন, পশ্চিম বর্ধমান ৯৪১ জন, পূর্ব বর্ধমান ৭৪৪ জন, পূর্ব মেদিনীপুর ৬৫৫ জন, পশ্চিম মেদিনীপুর ৭৮৬ জন এবং দার্জিলিংয়ে ৫৩৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ এবং চিকিৎসকমহল এখনই কড়া লকডাউনের পক্ষে সাওয়াল করছেন। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post