মে মাস পড়ল, তবুও করোনা সংক্রমণ কমার লক্ষণ নেই। উল্টে এই প্রথম দেশে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল চার লাখের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্টে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। সেই সঙ্গে মৃত্যুও গড়ল নতুন নজীর, গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ৩,৫২৩ জন করোনা রোগী। ফলে বোঝাই যাচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায় কতটা বেসামাল দেশ। এরমধ্যেই টিকার আকালে বহু রাজ্যে বন্ধ টিকাকরণ। কোথাও টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হলেও নতুন করে টিকা দেওয়া বন্ধ রয়েছে। তবে এখনও অবধি মোট প্রায় সাড়ে ১৫ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে ভারতে।
গত দুই সপ্তাহ ধরে দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। আবার মৃত্যুর সংখ্যার বৃদ্ধির জেরেও ভারত অন্যান্য দেশগুলি থেকে এগিয়ে যাচ্ছে। ভারতে মোট মৃতের সংখ্যা ২ লাখ পার করেছে ইতিমধ্যেই। দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন। দৈনিক সংক্রমণ বৃদ্ধির ফলে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন। এই কারণে ভারতে স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। এই মুহূর্তে ভারতের কোভিড হাসপাতালগুলিতে একদিকে যেমন বেডের আকাল তেমনই অক্সিজেনের প্রবল চাহিদা তৈরি হয়েছে। ভারতের আর্জিতে বিদেশী দেশগুলি ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার এবং প্ল্যান্ট এবং ভেন্টিলেটর পাঠিয়ে সাহায্য করেছে।
Thank You for your important feedback