মাত্র ৫ মিনিট বন্ধ অক্সিজেন, মৃত্যু ১১ রোগীর

মাত্র ৫ মিনিটের জন্য হাসপাতালে অক্সিজেন শেষ হয়েছিল, এর জেরে মৃত্যু হল ১১ জন রোগীর। মর্মান্তিক ঘটনাটি তিরুপতির SVRR সরকারি হাসপাতালে। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় ওই হাসপাতালে মাত্র কয়েক মিনিটের জন্য অক্সিজেনের জোগান কমে যায়। ফলে বিভিন্ন ওয়ার্ডে বিঘ্নিত হয় অক্সিজেন সরবরাহ। আর ওই কয়েক মিনিটেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একে একে মৃত্যু হয় ১১ জন রোগীর। তবে ওই হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের দাবি, কমপক্ষে ২৫ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিরুপতির SVRR সরকারি হাসপাতালে ১০ হাজার লিটারের অক্সিজেন ট্যাঙ্কটি প্রায় খালি ছিল। ফলে ওই ট্যাঙ্কটি ভরা হচ্ছিল। এজন্য হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। আর ওই সময়েই হাসপাতালে সংকটজনক রোগীদের অবস্থার অবনতি ঘটে।  এই ঘটনায় দু:খপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহে কোনও কারচুপি হয়েছে কিনা তা তদন্ত করে খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে দিল্লি সহ পাঞ্জাব ও উত্তর প্রদেশেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.